বাস্তবতা
প্রকৃতিতে নেমে আসে
অনন্য মূহুর্তরা,
জীবনেও আসে
তখন সবদিক ঝলমল করে
জিতে নেয় সবকিছু
যা কিছু চায় পেতে,
তখন কাশের ফুলে
লাগে চাঁদের পরশ
হিম ঝরা সন্ধ্যায়,
তারপর জেতার পালা শেষে
হঠাৎ কোন এক দিনে
অবসাদ ভীড় করে
ক্ষীণ জলধারার মতই
আয়ু হয় ক্ষয়
কাশবন উষর মরু,
বিন্দু থেকে শুরু হয়ে বিসর্গ
তারপর চন্দ্রবিন্দু
অস্তিত্বশূন্য যখন,
বিলাপের করুণ সুরে
জগদ্দল চাপে অন্তর্লোকে।