আত্মসমর্পণ
---
আমি কি ছিলাম কখনও তোমার নিঃশ্বাসের কাছাকাছি
বিশ্বাসের কেন্দ্র স্থলে!
কখনও কি তোমার একান্ত ব্যথার গোপন সঙ্গী হয়ে
একসাথে ভাসিনি লোনা অশ্রুজলে?
কখন কতদিন বিনিদ্র রজনী কেটেছে
রাতের তারা হয়েছে বিলীন ভোরের আবাহনে,
সে তো শুধু তোমারই জন্য,
তোমার ভাল লাগবে বলে দিয়েছি বিসর্জন
নিজের কত ভাললাগা অনায়াসে,
সেই তুমি আজ কতদূরের মানুষ।
তোমার আজ আমিবিহীন নিজস্ব পৃথিবী আছে,
সেই পৃথিবীতে কত কোলাহল, সংগীত মধুর তান,
আমি শুধু বেলা শেষে অবহেলায় ভাবি
এমনইতো হয় চিরকাল,
চেনা পৃথিবীর চিরচেনা মানুষ ক্রমশ বদলে যায়,
চোখে দিয়ে বিচিত্র বরণ আবরণ।
নদীর ধারাও তো বদলে নেয় গতিপথ নিজস্ব প্রয়োজনে,
পরিযায়ী পাখিরা আসে আর যায় সুখের অন্বেষণে
না কোন ঋণ নেই আমার কাছে তোমার,
কিংবা তোমার কাছে আমার
কারণ সময়টাতো কখনও ঋণের মাঝে আবদ্ধ থাকে না।
আমাদের যত ঋণ তা বিধাতার কাছে,
নীরব চোখের জল ঝরাই করুণ আর্তি নিয়ে
ওই বিধাতারই কাছে,
তাঁর কাছেই আমার বিনীত আত্মসমর্পন।
১৭/১১/১৭