আরেক ফাগুন
---
একটি ফাগুন মনকে পোড়ায়
পাতার আড়াল দেয় না আড়াল
লুকিয়ে থাকা ফুলের হাসি,
একটি ফাগুন কালের স্রোতে
হয় না ফিকে
মনকে টানে মনকে বাঁধে
উদ্বেলিত লোহিত কণা,
একটি ফাগুন স্মৃতির আগুন
প্রজ্বলিত দেদীপ্যমান চিরটাকাল,
একটি ফাগুন আবার আসে
ফিরে আসে বারে বারে
নবীন পথিক চমকে তাকায়
আরেক ফাগুন ঝড়ের মত
উল্টো করে উল্টোপথে হাঁটতে শিখায়,
আবার বনে ফুল ফুটেছে
আবার চাঁদে বান ডেকেছে আলোর
এই ফাগুনে খুলে গেছে বদ্ধ দুয়ার
দখিন বাতাস বইছে ধীরে
হৃদয়ভরা শীতল পরশ
নিভে গেছে অগ্নিদাহ
দৃষ্টি এখন আকাশপানে
দেবদূতেরা মগ্ন ঘুমে
চিরটাকাল ঘুমেই কাটে
ভাঙে না ঘুম শত কোলাহলে।
২৭/০৭/২৪