আড়াল
---
তোমার জন্য কিছুটা আড়াল থাকা,
মেঘের আড়ালে যেমন রোদ,
আর আমি উদাস দৃষ্টি মেলে
শুধু তোমাকেই খুঁজি,
তোমাতেই হারাই আমার সমস্ত অনুভব।
আর তুমি!
স্রোতে ভাসা যেমন কদম ফুল
বয়ে যাও, বয়ে যাও কেবলই,
কোন সুদূরে তোমার ঈপ্সিত যাত্রা
পাতার ডিঙি তা জানে না,
পিছু পড়ে থাকে নিয়ে একরাশ
গোপন ব্যথার সাগর।
০৮/০৬/২১