অনুনয়
------
কি আমি দিতে চাই, কি আমি দিয়ে যাই
সে প্রশ্ন করে আমায় বিব্রত করো না
আমার অক্ষমতা আমাকেই কাঁদায়,
আমি বাস করি অসীম সীমাবদ্ধতায়,
আর অসহায় অনুভবে বিবশ হয়ে রই।

আমার হাতে আকাশ নেই,
আমার হাতে জল নেই,
আমার হাতে নেই কোনও হাতিয়ার
একটি ভীষণ অপূর্ণতা নিয়ে জীবন,
জীবনের সময়গুলো করি পার
ভাবি যদি হাসনাহেনা বা বেলি ফুল হতাম!
গন্ধ বিলিয়ে যেতাম তো।

আমার হস্ত শূন্য,মগজ শূন্য,হৃদয়টাও তাই,
শূন্যতা কি দেবে উপহার?
শুধু এক ফোঁটা জল নিয়ে আসে করুণার আধার
আমার শেষ বিদায়ে প্রশ্ন তোল না,
আমার কোন কিছুতে প্রশ্ন তোল না,
সব বৃক্ষ সাজেনা পুষ্প বিলাসে,
সব সুর ছড়ায়না, বিলায়না জীবনের ঘ্রাণ
অসম্পূর্ণ আমাকে সাদা কাপড়ে জড়িয়ে দিও,
মুখ আমার ঢেকে দিও,যেন বাতাসও টের না পায়।

চুপি চুপি হবে আমার নির্গমন,
কেউ যেন জানে না,
কোনও শব্দ কোথাও হবে না,
কি আমি রেখে গেলাম,
কি আমি দিতে চেয়েছিলাম,
কোথায় আমার ব্যর্থতা ছিল পাহাড়সম,
কিংবা কি'ইবা দিতে চেয়েও দিতে পারিনি
সে আলোচনা করো না,
একটি উন্মুক্ত ডায়েরী বন্ধ করার মত
আমার জীবনের ডায়েরীটা মলাট বন্দী করে
রেখে দিও মনের কুঠরীতে।

আমার আমিকে নিয়ে আমি একা চলে যাবো,
সবাই যাবে,সবাই হয়তো পূর্ণ হয়েছে নয়তো নয়,
আমি তো আমার কথা বলি,
আমি পূর্ণতাহীন,অজস্র অপূর্ণ ইচ্ছা
আর নিমীিলিত চোখের জল নিয়ে
আমি চলে যাবো,
তোমরা আমায় সযতনে রেখে দিও
আমার জন্য নির্ধারিত একটি মাটির ঘরে
পৃথিবীতে ওটাই আমার ঠিকানা ছিলো একমাত্র,
সময় হয়নি, তাই এখনও নেইনি আশ্রয় ঠিকানায়।

অতঃপর আমি মিশে যাবো
অনন্ত প্রকৃতির মাঝে,
আমাকে নিয়ে আর প্রশ্ন তুলবেনা কেউ,
সবই মিলিয়ে যায় বিস্মৃতির অতল গহবরে,
এবং
এভাবেই চুপি চুপি সাঙ্গ হবে আমার শেষ যাত্রা।
৩/১১/২৪