অনুক্ত
---
দূরবীন দিয়ে দূর দেখ
আতস কাচে অদেখারে
যা দেখার তা দেখ না
সমতল পৃষ্ঠে অবিরাম
কতকিছু আছে তো দেখার।
কখনও কখনও জেগে ঘুমাও
আবার ঘুমিয়ে দেখ
অবাস্তব, অসম্ভব কিছু
যা নয় দেখার, কিংবা অকল্পনীয়---
তবুও সময় ধীরে যায়।
চক্ষু মুদে যে করে আড়াল
অলস অহ্ন গড়ায়
অহিংস মন্ত্রে দীক্ষিত তবু
বৃথা সব, চক্ষুষ্মান রয় না অগোচর
না জানি সবাক কোন দূরদেশ।
গড়ায়, গড়িয়ে যায়, যায়
দাগ কাটে, চিহ্ন রেখে যায়
নেই দৃকপাত, নেই গুঞ্জন,
তরুলতা ধিকধিক জ্বলে
যে বনে আগুন জ্বলে না।
পাষাণ গলে জলে যায়
জোছনার মুখে অন্ধকার
বিরহী পাখিরা কাঁদে না অভিমানে
কম্পিত নিরাশার বালুচর, তবু
পাষাণীর মুখে কথা সরে না।
৬/৩/২৫