আঁখি
---
নাম কি তোমার আঁখি? সখী
শ্যামল কোমল বরণ?
বাতাস লুটায় অঙ্গরূহে
আলতা রাঙা চরণ।
থমকে থামে ঊর্মিমালী
তোমার ডাগর চোখে,
আকাশগঙ্গা হারায় দিশা
হেরে যাবার শোকে।
কাঁকন হাতে রিনিঝিনি
যেন বীণার তারে,
ডাক দিয়ে যায় পরিজনে
হৃদয় দিয়ে কারে?
মধুগন্ধে উর্বী বিভোর
পায়না খোঁজে দিশা,
চাঁদের কণা হেসে খুন
হারিয়ে অমানিশা।
কণ্ঠে তাহার জলতরঙ্গ
উতল মেঘের ভেলা
কেউ জানে না সেই মেয়েটির
চোখে জলের মেলা।
---৫/৯/২০১৮