অমূল্য
--
মূল্যহীন যে তাই-তো অমূল্য,
মূল্যহীন অনাদরে ধুলোয় গড়াগড়ি যায়,
বহুমূল্য আদরে থাকে সংরক্ষিত।
অনাদৃত মূল্যহীন অগোচরে থাকে,
অবহেলায় মূল্য হারায় ধীর কিংবা দ্রুত লয়ে,
কালের নেই অবকাশ,থাকে যাচাই বিহীন।
কিছু প্রাপ্তি সহজে মেলে,কিছু দুষ্প্রাপ্য,
যা কিছু হাতের নাগালে সবই তার মূল্যহীন,
কে কবে আনে ভাবনায় সজীব শ্বাসের মূল্য?
যা কিছু সহজলভ্য মনে হয় সবই তার স্বাভাবিক,
ব্যতিক্রমে তাই ক্ষেপা ক্ষেপে যায়,
চিরদিন প্রাপ্তি যার করতলে,ভীষণ ভঙ্গুর সে।
পদতলে দলে যায়, মূল্য বিনে যা কিছু পায়,
সময়টা থাকে তার হাতে বন্দী,
মূল্যহীন বিবেচ্য সবই তার,ইঙ্গিতে তারই প্রকাশ।
জোয়ারের বেলা শেষ হয়,ভাটিতে গড়ায় ক্ষণ,
চিরদিন থাকে না তরঙ্গ নদীর
সময়ের নাটাই অন্যত্র থাকে দখলে।
মূল্যহীন সময়ে অমূল্য হয়,মোহ কেটে গেলে
চিন্তাক্লিষ্ট  মন ভাবে কী অযতনে অপহৃত ক্ষণ,
যে যায় সেই তো যায়,কিবা তার ক্ষতি।
অমূল্য যায় না মূল্য দিয়ে কেনা,
অমূল্য রয় না মূল্যহীন চিরদিন,কাছাকাছি থাকে যদি
যায় না তারে ধরা,অমূল্য অধরা তাই চিরদিন।
--২৭/১০/২০১৯