আমি কি  
----
আমি কি তোমার বনলতা?
পাখির নীড়ের মত চোখ
আর পদ্মপুকুর টলমল যেথা?
আমি কি তোমার তপ্তদুপুরে
শীতল বাতাস, মেঘের ছুঁয়ে যাওয়া?
আমি কি তোমার ভীষণ খরায়
একটানা রিমঝিম বর্ষণ?
নয়তো গোধুলীতে ফিরে যাবার তাড়া,
একটি সুশোভিত কন্টকহীন
শীতল মায়াবী আশ্রয়?

উড়ো উড়ো মেঘের দেশে
নীলাভ সাদার মিছিলে
আমি কি তোমার স্বপ্ন?
পুষ্পদলে অসংখ্য প্রজাপতি
ডানা মেলে নির্ভয় খেলায়,
বৈশাখী মেলায় নাগরদোলার
বিমুগ্ধ আকর্ষণ,
সব সব কেন্দ্রবিন্দুতে,
সব সব কোনায় কোনায়
হৃদয়ের তন্ত্রীতে তন্ত্রীতে
আমিই কি বসবাস করি তোমাতে?
হয়ত-বা না এমনটাই ছিল কোন একদিন,
কোন একদিন শ্রাবণ মেঘের শেষে
হাতে নিয়ে একটি কদম ফুল
মৃদু হেসে নির্বাক তুমি
দিয়েছিলে আমায় উপহার।

তারপর শরৎ এলো,শিউলী নিয়ে
এলো শীত ঝরা পাতার প্রহরে
এলো বসন্ত, নিয়ে অজস্র ফুল সম্ভার
এলো কত পাখি,কত ক্ষীণকায়া নদী
হল প্রমত্তা বর্ষায়
জানালার ফাঁকে খুঁজি,
মেঘের আড়ালে খুঁজি,
খুঁজি নির্জনে,খুঁজি নাগরিক কোলাহলে
খুঁজে বেড়াই জলদে,কৃষ্ণচূড়া অথবা
অস্তগামী দিনের রক্তাভ আভায়
তোমার কোথাও আমি আর নেই
তুমি শুধু অবশিষ্ট বিমর্ষ আমার চোখের জলে,
আর আমি তোমার কাছে
অস্তিত্বহীন একটি বিলীন মূহুর্ত মাত্র।
১৯/৮/২০১৮