আমার স্বপ্ন
--
বোশেখ মাসে স্বপন হাসে
ফসল ভরা মাঠ,
আপন মনে খুশির মেলা
উপচে বাট ঘাট।
কাটতে ধান ছুটছে খেতে
আমার দাদাভাই,
সোনার ফসল ঘরে এলে
অভাব আর নাই।
জমবে ওই বোশেখ মেলা
গাঁয়ের চেনা হাটে,
কিনব এবার ডুগডুগি
সময় গুনে কাটে।
বাংলা মায়ের ঘরে ঘরে
উঠুক গোলা ভরে,
গরীব দুঃখির কষ্ট যাক,
অভাব থাক সরে।
সবাই মিলে সোনার দেশ
গড়ব একসাথে,
থাকবে নাতো হাভাতে আর
রইবো দুধে ভাতে।
১২/০৪/২১