আমার কথা
---রুবি বিনতে মনোয়ার

আয় ছেলেরা আয় মেয়েরা
মাছ ধরিতে যাই,
খাল শুকিয়ে ঠন ঠন
মাছ কোথা যে পাই।

আয়রে আয় ছেলের দল
খেলি কানামাছি
খেলব কোথা মাঠ নেই
এই তো ভাল আছি।

আয়রে আমার বন্ধুরা সব
পাঠশালাতে যাই,
ভাল্লাগে না কঠিন পড়া
ধুত্তুরি সব ছাই।

আমার যে খুব ভাল লাগে
উড়িয়ে দিতে ঘুড়ি,
মেঘের দেশে কল্পনাতে
বেড়াই ঘুরি ঘুরি।

সবুজ বনের সবুজ পাখি
আমার ভাল লাগে,
বুনো ফুল,পাখির বাসা
খুঁজে বেড়াই আগে।

কিংবা আমি চলে যাব
নদীর সাথে বয়ে,
দু'চোখ ভরে দেখব জগৎ
পালের নৌকা হয়ে।

রেলগাড়িটা চলে যখন
আমার বাড়ির পাশে,
দু'চোখে সব খেলা করে
স্বপ্নরা সব ভাসে।

ইচ্ছে জাগে আকাশ ছুঁতে
মেঘের বাড়ি যাব,
নীল সাগরে পাড়ি দিয়ে
দূরের দেশটি পাব।

আমার মনে খেলা করে
কত হরেক বায়না,
কাগজ কেটে খেলনা বানাই
বানাই মনের আয়না।

আয়না মেলে চুপি চুপি
পুরাই মনের আশা,
কত কিছু ভাবনা আমার
মনের মাঝেই ভাসা।

কেউ রাখেনা মনের খবর
শুধইু বলে, পড় পড়
বাংলা বইটা পড়া হলে
গণিত বইটা ধর।

পড়তে আমি চাই মাগো
তোমার মত নয়,
আমার পড়া যেন আমার
মনের মত হয়।
২৮/০৪/২০১৮