আমার হয় না ফেরা
----
সেই অন্ধকারের ওপাশে জানি না কী ছিল
ওখানেই তুমি হারিয়ে গেলে।
একরত্তি গুহামুখে জ্বলে নিষ্পাপ আলো
নিষিদ্ধ হয়েছিল অন্তরালে থাকা,
অযুত বর্ষ শেষে তুমি যখন এলে
এমনি জ্বলেছিল আলো,
তুমি চলে গেলে পরে
সব আলো নিভে গেলে
আমি ঠায় দাঁড়িয়ে থাকি
ওই অবারিত আলোর উৎসমুখে,
যদি আবার ফিরে আসো
যদি আমায় না দেখে ফিরে যাও!
আমার ঘরে ফেরা হয় না আর,
দিন কাটে তোমার ফিরে আসার অপেক্ষায়,
আমার চারপাশে থাকে হাহাকার
অতৃপ্ত আত্মার।
৪/৯/২০