আমার আমি
---
ওখানেই যত সুখ, ওই ওপারে
যেখানে তুমি থাক
সুখ নিত্য বন্দী তোমার অঞ্চলে,
কেটে যেত কোটি কোটি কল্প,
বিন্দু বিন্দু জমে যে মহাকাল---
কেটে যেত পলকে,
আরাধ্য যখন ছিলে আমারই পাশে;
যখন আচ্ছাদিত হলে
কোমল কঠিন রহস্যের অন্তরালে,
এক পাশে রইল আমার সুখ
আরেক পাশে নিয়তই দুঃখ ভাসমান,
হাওয়ায় ভাসে স্বপ্নতরী,
যায় মেঘের দেশে, যায় সময় পেরিয়ে অনন্ত সময়ে
শুধু খ পড়ে থাকে, খ হয়ে থাকি,
আমি না পারি যেতে ওই ওপারে
না ভাসি কথার সায়রে,
ঘুরপাক খেয়ে নেমে আসি আমারই একান্তে,
পুনরাবৃত্তির এক বিস্মিত ধারায়।
( ৪০২ কোটি বছর = ১ কল্প। বিন্দু বিন্দু সময় জমে মহাকাল তৈরী হয়। শূন্য = খ, শূন্যতা = খ। ১ পল = ২৪ সেকেন্ড, চোখের পাতা একবার ফেলতে ২৪ সেকেন্ডের কম সময় লাগে বলে একে এক পলক বলে))
২৯/৯/২৪