আমার আকাশ
----
তুমি একটি নদী খুঁজেছিলে,
   একেবারে নিজের মত করে
       একটি নিজস্ব নদী
আমিও একটি আকাশ খুৃঁজেছিলাম
    একেবারে নিজস্ব একটি আকাশ
       একদম নিজের মত করে,
   আমার আকাশে উড়ে যাবে নির্ভয়ে
    বিচিত্র নামের বিচিত্র পাখিরা,
      নির্ভার ডানায় থাকবে না শঙ্কা কিংবা ক্লান্তি
        আমার আকাশে একটি চাঁদ আর অগণিত তারা
      হাসবে, খেলবে, আলো ছড়িয়ে বলবে কথা
              শুধু আমারই সাথে
    আমিও কল্পিত ডানা মেলে দেবো অসীম আকাশে
       যাবতীয় জাগতিক সুখ দুখ হবে অপসৃত,
          আর আমি সাথে নিয়ে যাব আমার পৃথিবী
             আচ্ছা তুমি কি নদী খুঁজে পেয়েছিলে?

তুমি সন্তরণে মুখর হতে চেয়েছিলে,
   নাম না জানা অনেক জলজের সাথে
      তুমি চেয়েছিলে নদীটি তোমার সাথে গল্প করবে
         একান্তই সুখ দুঃখ হবে বিনিময়,
তোমায় দোলাবে তরঙ্গমালায়
তুমি আনমনে ভেসে যাবে নদীর সাথে,
তোমার নিজস্ব নদীর সাথে
       জানো! আমি আকাশ খুঁজে পাইনি কোথাও,
            অনেক খুঁজে ক্লান্ত আমি
               আকণ্ঠ তৃষ্ণায় হৃদয় এখন মরুভূমি।

তুমিও পাওনি খুঁজে নদী, তাই না?
আমার দু'টি চোখে দু'টি নদী আছে,
তুমি নেবে একটি?
একটি নিয়ে নিতে পার অনায়াসে
      আর একটি আমারই থাকুক,
   মাঝে মাঝে আমারও একটি নদীর খুব প্রয়োজন হয়
তুমি আমার চক্ষু নদী নিয়ে যাও,
   ডুবসাঁতারে তৃপ্ত করো অশান্ত মন
আর আমি আরেকটি চক্ষু নদীতে
    অধরা আকাশটিকে দেখব,
       বিম্বিত হবে নদীর জলে, বাঞ্চিত আকাশ
          তুমি পেয়েছ নদী।
    
আমি আকাশটা পাইনি, উড়ে যাবার বড় সখ ছিল,
       ছিল রোদ্দুরে বাতাস ছোঁয়ার বাসনা তীব্র
           চুপচাপ বসে থাকি একটি চক্ষু নদী নিয়ে,
আমি একটি চক্ষু তোমাকে দিয়েছি উপহার
    শূন্য কোটরে হঠাৎ উদয় হয়
        চির কাঙ্ক্ষিত  নীলাকাশ।

আমার শূন্য চোখে একটি বিশাল আকাশ,
  আমি অবশেষে আকাশ খুঁজে পেলাম,
     অতঃপর আমি ডানা মেলে দিই
পিছে পড়ে থাক যাবতীয় সুখ আর দুঃখেরা
   আমি ভেসে চলি, আমি একটি নদী নিয়ে চলি
       ওই দূর আকাশে--- অনেক দূরের অন্বেষণে।
২৩/১১/১৮