আমাদের বন্ধন
---
না থাকুক দৃশ্যমান সুতোয় বন্দী
আমাদের বন্ধন,
আমরা নাই বা থাকি একই পাড়ে,
নাই বা ওড়ি একই আকাশে,
নাই বা হল প্রতিবিম্বিত জলে
আমাদের যুগলবন্দী ছবি।
আমরা থাকি পাশাপাশি, যদিও
অনতিক্রম্য দেয়াল মাঝখানে;
আমাদের মাঝে একই সাথে খেলে যায়
একই ভাবনার খেলা,
ঠিক একই সময়ে আমরা ভাসাই
কাগজের নৌকো জলে,
একই তার গড়ন, একই বরণ তার।
আমাদের কথা চলে অফুরান লয়ে,
না থাকে দীর্ঘশ্বাস, না থাকে আকুতি,
আমরা একই পুষ্প ভালবাসি একসাথে,
যদিও তা ফোটে ভিন্ন বাগানে,
ধীরগতিতে চলি আমরা অনুক্ষণ
সঙ্গী দু'জন যদিও হয়না দেখা কখনও।
কী যে এক সুর বাজে আমাদের মাঝে,
কী যে এক বন্ধন, না আছে মায়া, না আছে কায়া
যেন এক দুর্বোধ্য সমীকরণ,
তবু আমরা পাশাপাশি থাকি,
অধরা তবু হাত রাখি হাতে,
আমরা অজান্তে খুঁজে ফিরি পরষ্পরে।
কী তার নাম?
তোমার সুরভি অনুভবে মাখি,
আমার সুবাসে তুমি উচ্ছসিত,
তবু নেই ভালবাসা,
আমাদের বন্ধন দিনশেষে আরও গাঢ় হয়,
মুগ্ধ আবেশে রূপালী তারা ঢলে পড়ে
আকাশের গায়ে।
১৪/১২/১৯