আকুতি  
----
প্রকম্পিত দীপশিখা,
উন্মত্ত অগ্নি নাচে প্রলয় নাচন
ত্রাহি ত্রাহি ভাব
তরাসে হৃৎকম্পন
তুমি কোথায়? তুমি কোথায়?
ফিরে এসো,ফিরে এসো
ফিরে এসো প্রিয়তমা।

এই পথ কাঁদে
এই নদী কাঁদে
পাহার, সমুদ্র সমতল
ক্রন্দনে উতরোল
বিবাগী হাওয়া কাঁদে
উত্তাল লোনাজল কাঁদে
কাঁদে একজোড়া মৃগঅক্ষি।

পুরনো অনেক কথা
ভীর করে স্মৃতির সমুদ্রে
অলখে তোমারে খু্ঁজে ফিরে
ঐ দেখ একটি কদম
তোমায় ডাকে,প্রিয়া প্রিয়া বলে
চলে এসো এই মধুক্ষণে,
শ্রাবণ নদী ফিরে পেয়েছে তার
অনন্ত যৌবন,চলে এসো তুমি।

চলে এসো নীপবনে
আজ বৃষ্টি মাদল বাজায়
জুঁই আর কেয়াদের সাথে
চলো আজ বৃষ্টিতে ভিজি,
চলে এসো নীপবনে প্রিয়া
কুন্তল ছুঁয়ে যাক বৃষ্টির রেণু
চলো আজ বৃষ্টিতে ভিজব দুজন
পিয়াল কুঞ্জশাখে চল
এঁকে দিই আজ দুজনে,
একটি নতুন পথের রেখা।
----- ৭/৮/২০১৮