একটি কবিতা
--
একটি কবিতা ডেকেছিল,
কবিতায় জেগেছিল স্বপ্ন,
একটি কবিতা অবশেষে একটি জনপদের
সমগ্রকে ধারণ করেছিল।
কবিতার ডাকে যুদ্ধ হয়,
আমার পিতা,আমার স্বজনেরা
অন্ধকারের বিরুদ্ধে যুদ্ধ করেছিল।
কবিতার প্রতিটি শব্দ
রক্তে এনেছিল জোয়ার,
যার যা কিছু সবই ছিল
যুদ্ধের হাতিয়ার।
কবিতায় হাসে মুক্তি,
কবিতায় আমার স্বদেশ হাসে,
কবিতার ডাকে একটি মানচিত্রের জন্ম হয়।
হাজার বছরে একজন বাঙালিই শ্রেষ্ঠ,
হাজার বছরে একটি কবিতাই শ্রেষ্ঠ
হাজার বছরে একটি কবিতাই শ্রেষ্ঠ হয়,
একটি ভাষণ হয়ে যায় অমর একটি কবিতা।
কবিতা কোটি মানুষের মনের কথা বলে,
একটি কবিতায় একটি ভুখণ্ড হয়,
একটি কবিতা জীবনের কথা বলে,
একটি কবিতা অমর হয়ে মিশে যায় জনস্রোতে।
--০৭/৩/২০২০