আকাশের চিঠি
--
আজ আকাশের চিঠি বড় স্পষ্ট
নীল খামে সোনালী অক্ষরমালা,
আকাশের চিঠি-নয় দুর্বোধ্য,
শুধু পড়ে নিতে হয় নিজের মত করে।
আজ মায়াবী চাঁদ ঢেলে দিয়েছে
সবটুকু তার মায়াবী আলো,
সে আলোয় পড়ে নিয়েছি আমি,
আকাশ তোমার চিঠিখানি।
চিঠিতে আছে অনেক রহস্যময় সংলাপ,
অক্ষরগুলো একান্তই আমাদের নিজস্ব,
আমরাই কেবল জানি সে সাংকেতিক চিহ্নের মানে।
জল গড়িয়ে যায়, একটু একটু চাঁদ ক্ষয়ে যায়,
জোছনা মিলায় কৃষ্ণপক্ষে,
আমি নীল খামে চিঠিখানি পুরে রাখি,
আবার কোনো এক জোছনায় দিব উত্তর।
আমি কাশের পালক কলম করে
মাটির বুকে এঁকে দিব তার উত্তর,
কোনো এক মেঘহীন রাতে আকাশ
মিটিমিটি হেসে আমার চিঠিখানি পড়বে।
নীল সমুদ্রে জাগবে ঢেউ,
আমাদের প্রেম বয়ে যাবে যুগ যুগ,
কালের পথিকেরা খুঁজে নেবে
আমাদের চিঠিগুলো।
চিঠিগুলোতে আমরা ছড়িয়ে দিয়েছি
ভালবাসার আলো, নিষ্কলুষ প্রেমপত্র,
তার ছোঁয়ায় হেসে উঠবে ফুলদল,
ডাকবে পাখী, জাগবে তারা
আগামী পৃথিবীর যারা নবীন পাঠক।
২৯/১০/২০