একান্ত অনিচ্ছায়
-
বহু ক্রোশ হেঁটে আমার দুয়ারে তুমি,
যখন এলে- আমার হাত বাড়ানোই ছিল অজান্তে;
মিলাতে হাত তোমারই হাতে।
এখন অষ্টপ্রহর তোমাতে মগ্ন আমি,
আমার সমস্ত অবয়বে তোমার বিচরণ,
অবোধ আমি টের পাই তোমার সদম্ভ দখল।
ক্রমশ ধুসর হয়ে আসা চেতনায় আমি
ত্রাসের খেলা দেখি,সবুজ অন্বেষণে ব্যাপৃত চোখ
আপনি মুদে আসে ক্লান্তিতে।
আজকাল চাঁদ দেখি না,রাক্ষুসে পোকা দেখি,
ফুল নেই পুষ্পবাগে,সেখানে বিষাক্ত নাগরাজ বিষবাষ্প ছাড়ে,
উধাও যত ছিল স্বপ্নের সিঁড়ি।
আচমকা-ই নিজেকে ফিরে পেতে নিজেই করি সজোরে করাঘাত,
কোথাও একচিলতে শুদ্ধ আর অবশিষ্ট নেই যেন,
কোথাও পালাই বল!
যখন আমার দুয়ারে তুমি, বিস্মিত চমকিত!
জানা ছিল না অজান্তেই ছিল যে সাজানো তোমার জন্য বরণডালা,
বিমুঢ় আমি,বিমূর্ত আমার অর্বাচীন প্রশ্নগুলো পাঁচিলে আটকা পড়ে,
তারপর বুমেরাং হয়ে ফিরে আসে আমারই কাছে।
এখন আমার চারপাশ জুড়ে কেবলই আতর-লোবানের গন্ধ,
হিম হিম শীতল রহস্যময় আমায় ছুঁয়ে যায়,
আমি কান পেতে অসীমের ডাক শুনতে পাই একান্ত অনিচ্ছায়।
২০/০৩/২০২০