একাকী প্রহরে আমি
------
আমি মেহেদীর রঙ ছড়িয়ে দিলাম
নীল আকাশটা হলো তাই লাল।
আমি আমার এলোচুল উড়িয়েছি হাওয়ায়
ফুলেরা তাই মিস্টি সুবাস ছড়ায়।
আমার চরণে বাজে নিক্কণ রুনুঝুনু
তাই ওই পথ হলো দিশেহারা,
জানেনা কোথায় হারাবে ঠিকানা তার।
আমি গানে গানে করেছি মুখর
সুমসৃণ হৃদয়তটের রেখা,
সুরের ছোঁয়ায় মাধবী ঝরেছে
মনোবনে বসেছে কপোত,
লাজে হয়েছে বিভোর বিভাবরী তাই।
আমার হাতের কাঁকন রিনিঝিনি বাজে
তাই ঘুম ভেঙে জেগে উঠে উদয়পদ্ম
আড়মোড়া দিয়ে জেগে উঠা শিশিরের সাথে।
আমি করেছি স্নান জলে,
জল তাই কোলাহলে কল কল বয়ে যায়,
অনুরাগ জমে থাকে অসংখ্য উর্মি দোলায়।
আমি কথা বলেছি তাই,থেমে যায় বাতাস
কান পেতে রয় মৌমাছি সব
গুঞ্জন থেমে যায় ভ্রমরাদের, স্তুব্ধ সব চলাচল।
আমি যখন খুব একাকী সঙ্গীশূন্য হয়ে
নিজেই নিজের কথা বলে যাই
সঙ্গীতশূন্য বিষন্ন প্রহরের সাথে,
বিরহী পাখি একটানা গান গেয়ে যায়
কোথাও কেউ জেগে নেই তখন।
দুঃসহ বিনিদ্র নিশীথিনী কাঁদে অব্যক্ত বেদনায়,
আমার খুব কাছে অশ্রুকণারা নেমে আসে,
আমার কপোল গড়িয়ে ঝরে শীতল নোনাজল
সব আনন্দ প্রহর বিচ্ছিন্ন তখন,
নিঃস্ব, রিক্ত শুস্ক অঞ্চল শুধু অবশিষ্ট থাকে,
গভীর মমতায় মুছে দিতে চায় সবটুকু জল,
যেখানে যা কিছু আছে,যতটুকু ক্ষত
সব শুষে নেয়, মমতারা বুঝি আঁচলেই বাস করে।

২৪/১১/২/১৮