এই তো প্রথম
---
এইতো প্রথম তুমি আমার এত   কাছে এলে।
ফুলের বনে গোলাপগুলো যেন পাঁপড়ি মেলে।
তাইতো আজি নীল আকাশে রঙধনু রঙ খেলে,
নীল সায়রে সূর্য বুঝি, দিল আপন সূধা ঢেলে।
যখন আমি আপন মনে কাটাইগো দিন হেলে,
তুমি এসে বসলে পাশে, সুখের প্রদীপ জ্বেলে।
তাইতো আমি অনেক পাওয়ায় ভাসি চোখের জলে,
দুঃখগুলো মিশে গেল ঝরাপাতার দলে।
এতদিনে সংগোপনে আসলে যে সুখ ফেলে,
কুঁড়িয়ে নিয়ে আঁচল ভরি,অশ্রু দিয়ে ঢেলে।
এই পৃথিবীর সকল পাথার আসি পায়ে দলে,
আমরা আবার হাঁটব দুজন, ভাসব নয়নজলে।
আঁধার রাতে মুখর হব গল্পকথার ছলে,
নীরব রাতে চাঁদ হারাবে মেঘের ছায়াতলে।
৩/১/১৮