এই শ্রাবণে
---
বৃষ্টি ঝরে
বৃষ্টি পড়ে,
শ্রাবণ ধারা ঝরে।
বৃষ্টি ঝরে খুব সোহাগে
বৃষ্টি পড়ে যে অনুরাগে।
এই বাদলে মুখর হলো হাওয়া
এই বাদলে বন্দী থাকে পাওয়া।
ময়ুর নাচে আপন মনে গোপন অভিলাষে
কেয়ুর কাছে রিনিঝিনি বাদল ধারায় হাসে।
ডুবসাঁতারে ভাসে যত পদ্মপুকুর,পদ্ম হাসে ফুলে
জলজোয়ারে গেঁথে যায় কাব্য-গাঁথা, সকলি ভুলে।
মাঠের পরে মাঠ বিরান, থাকে জলো ভিজে বাতাস
আউশ ধানের নেই মাতন,জলের পাশে থাকার আশ
সাদা বকের পাখায় উড়ে মন চলে যা দিতে পাড়ি নায়ে,
ঢেউয়ের দোলায় মন দোলে না,শঙ্কা কেবল পায়ে পায়ে।
নলখাগড়া,শালুক সিংড়া আর মেলে না জলের দেশে,
জললতা! কেঁচরলতা  স্মৃতির পটে গেছে চলে শেষে।
জলের দেশে জলের ফোঁটা দীঘির শোভা বাড়ায়
নাই সে রূপ মনোলোভা, অতীত দিনে মন হারায়।
মাছ ধরাতে ছেলের দল জলে আর যায় না,
মাছেরা লুকোয়, কেউ তা খুঁজে পায় না।
শ্রাবণ তুমি কেবল আজ ধারা
শ্রাবণ তুমি কাব্যে আজ হারা।
কেবলই  বাঁধাও অনাসৃষ্টি
হারায় স্মৃতির ক্ষণে দৃষ্টি।
তোমার বেলা অবেলা
বৃথা যায় এখন খেলা,
পাথর সমান বৃষ্টি
হারিয়ে সব কৃষ্টি
পাথর দৃষ্টি,
শ্রাবণ বৃষ্টি।