এই সন্ধ্যায়
---
সন্ধ্যা তুমিই সন্ধিক্ষণে
গোটাও অঞ্চল ধীরে,
কেবলি ছলাৎ ছলাৎ
স্তব্ধতা ভেঙে
তীরে ফেরে তরী।
আমারও ফিরে যেতে সাধ হয়,
জানি না কোথায়,
কোন সে অচিনপুর,
ডানা হীন প্রজাপতি
তড়পায়, কাতরায়
কেবলি কাতরায়,
ঠিকানাহীন ঠিকানায়
যেতে মন চায়, এই সন্ধ্যায়।
১৭/১০/২০