এই নয় শেষ
---
আজ জিতে গেলে
ভুলো না কাল যে আবার আছে,
ফন্দিফিকির কর ফন্দিবাজ
লাগবে না জারিজুরি কোন কাজে,
হিসেবটা হবে অতিশয় পাক্বা,
মনে রেখ, শুধু মনে রেখ
সব কিছু লেখা হয়,
সূচ্যগ্র পরিমাণ হবে না হেরফের।
কালি কলম অদৃশ্য তাই
ভেবেছ সবই অলীক,
কেবলই বৃথা ভীতি প্রদর্শন,
বিশ্বাসে নেই বিশ্বাস তোমার,
কর বিশ্বাসভঙ্গ, খেয়ানত কর আমানত
একদিন হবে মুখোমুখি,
শেষ বিচারে কী দিবে জবাব তার!
পরিণাম না ভেবে পাল্টাও ছক,
ডিগবাজি খেয়ে কর নিরুদ্দেশ
যেখানে যত ছিল সম্পর্কের ডাল,
ভেবে নাও এই শেষ জয়
অবশেষে পরে নেবে হারের কলঙ্ক তিলক।
০৫/১১/২০