এই নদীটি
--

এই নদীটি আমার ছিলো,
তোমায় দিয়ে দিলাম-
তুমি ডিঙ্গি বেয়ে যাও।
ওই আকাশও আমার ছিলো
তোমায় দিয়ে দিলাম
তুমি বিহগ হয়ে ধাও।

আমার যত শূন্য ছিলো
পূর্ণ কখন হলো
পাই নি আগে বুঝতে,
অসীম কালের ডাক ছিলো
হৃদয় যখন শান্ত হলো
আর কি লাগে যুঝতে?

আকাশ তোমার,নদীও তোমার
আমার আছে জল
নাই বা থাকুক নীল
ঢেউও তোমার,মেঘও তোমার
আমার আছে ছল
নাই বা হলো মিল।

আমার যত সুখ ছিলো
তোমায় দিয়ে দিলাম
নাই বা নিলে তুমি,
তোমার যত দুঃখ ছিলো
আপনা থেকেই নিলাম
নাই বা দিলে তুমি।
-২৭/০১/২০১৯