এই হোক পণ
----
পবিত্র এই মাসটা, সবার কাটুক সংযমে
চরিত্রটায় না থাকুক আর জং জমে।
যে চরেতে চরাচরি তার যে স্বভাব
তাই চরের স্বভাবেতে ফেলে যে প্রভাব।
মুখের সাথে অন্তরের মিল থাকা চাই,
উল্টো হলে এবাদতের কোন ফল নাই।
ঘোর নিদানে লাভের নেশা বাড়ায় লোভ
ভুক্তভোগীর মনের ভেতর বাড়ায় ক্ষোভ।
কারো আছে,দু'হাত দিয়ে উড়িয়ে চলে,
কারো দিন বোঝার মত কোনমতে চলে।
সবার কথা ভাবতে হবে নিজেরই মতন,
গরীব দুঃখীর করতে হবে প্রগাঢ় যতন।
ইবাদতে স্রষ্টা মিলে, থাকে প্রেম যদি;
সৃষ্টির জন্য বয় তখন ভালবাসার নদী।
হাত তুলে প্রার্থনায় ডাকি তোমায় প্রভু,
তোমার সৃষ্টির যতন যেন না ভুলি কভু।
নিজের কাজ সবাই করি দিয়ে মন,
পরের জন্য জীবনটা, এই হোক পণ।
১৪/০৪/২১