আয়, আয়
---
আয়, আয়, আয়, আয়
উড়ে যাই, উড়ে যাই
সবুজের ডানা গায়ে
ঘুরে বেড়াই।
যতদূরে যাবে আজ দৃষ্টি
ততদূরে পাই মেঘ বৃষ্টি।
মেঘেদের সাথে যাবো
মেঘেদের দেশে যাবো
আয়,আয়,আয়,আয়
ভেসে যাই,ভেসে যাই
ময়ূরের মায়া রঙ
মেখে হারাই।
যত ছিলো চাপা অনাসৃষ্টি
হয়ে যাক সবটাই মিষ্টি।
আলোদের দেশে যাবো
ভালোসব খুঁজে পাবো
দূর করি কালিমা
আলো ছড়াই।
আয়,আয়,ছুটে আয়
ফিরে যাই, ফিরে যাই
পুরনোতে খু্ঁজে পথ
নতুনে জড়াই।
প্রাণ চায় পুরনো কৃষ্টি
মন চায় নতুনের সৃষ্টি।
ইতিহাস রয়ে যাবে
ইতিকথা বলে যাবে
আয়,আয়,চলে আয়
ডেকে যাই, ডেকে যাই
নতুনের যত গানে
বিশ্ব ভরাই।
---০৩/০৭/২০১৯