আগ্নেয়গিরি
-
যখন এসেছিলে আমার উঠোনে ছিল গনগনে রোদ্দুর,
ভিটেমাটিতে ছিল পাখিদের নির্ভয় আনাগোনা।
তোমার আসার পরে পাখিসব উধাও হল,
রোদ্দুর উত্তাপ বিলায় এখন মৃদুমন্দ।
তার বদলে এখন অন্যরকম উত্তাপ টের পাই,
তুমি তবে নিয়ে এসেছ জ্বলন্ত আগ্নেয়গিরি।
আকণ্ঠ পিয়াসে বুক ফেটে যায়,
কোথাও নেই জল- লু হাওয়া শুষে নেয় সব জল।
তুমি হলে না শীতল হাওয়া,হলে না পিপাসার জল
তুমি কেবলই উত্তপ্ত আগ্নেয়গিরি- আমার জন্য।
৭/৪/২০