আগামীর পৃথিবী
--
অতঃপর সংলাপে ছিল প্রগলভতা
আগামীর ছিল না সুস্পষ্ট আহ্বান
ইঙ্গিতে কেবল দুর্বোধ্য প্রকাশ
ঈর্ষায় ঝরে ফুল মনোবনে।
উজান স্রোতে ভেসে চলা
ঊষর মরু সযত্নে এড়িয়ে,
ঋদ্ধ হও সহজ সঞ্চয়ে শুধু।
একা বসে ঘাটে মাঝি
ঐকতান বিহীন গোধুলীর ক্ষণ।
ওপরে নিচে নাটাই খেলে,
ঔরসে অপেক্ষায় আগামীর পৃথিবী।
---২১/০১/২০২০