আবেদনের নিবেদন
---
শুভসকাল
কেমন আছো?
আমি সমুদ্র দেখি,
দেখি আর ভাবি।
ভাবি বহুকিছু,আমাদের অতীত, আমাদের বর্তমান,
কি হবে ভবিষ্যৎ!
সবকিছুতেই জট,মাথায় কেবলই জট
খুঁজে উত্তরণের পথ।
রোদ্দুরে খেলা করে মেঘ,আকাশে খেলা করে মেঘ
আর সমুদ্রে খেলা করে উত্তাল ঢেউ,অনবরত।
সহসাই অন্ধকারে ছেয়ে যায় সব,মনে হয় পথের এখানেই বুঝি শেষ,
কোথাও আর কিছু বাকি নেই,
নেই কোথাও দাঁড়াবার জায়গা।
আস্থাহীন আমি,আস্থাহীন সমগ্র,
পায়ের নিচে মাটি ক্রমশ সরে সরে যায়!
কোথায় রাখি নিশ্চিন্তে চোখ!
কোথায় রাখি নিশ্চিন্ত আমাকে!
কোথায় আমার দাঁড়াবার ভিত?
আমি নদী ভালোবাসি,আমি জল ভালোবাসি,সাথে মেঘ।
সমুূদ্র!আমার চোখে আছে আস্ত সমুদ্র,
জীবনভর ওখানে জলের জলকেলি
জীবনভর ওখানে জলের অবগাহন।
সমুদ্র তুমি বিলিয়ে দাও একটি একটি করে চোখ,
যে চোখে আকাশ আর জল খেলা করে একসাথে,
আকাশ আর জল কখনই প্রতারক নয়,
আস্থার খেয়া হয়ে বয়ে যাও তুমি প্রতিটি হৃদয়ে।
বড় অস্থির,অসহায় লাগে,
আমি দেখি প্রসূণে বাস করে কীট,
ফুলেরা ঝরে পড়ে বিষন্ন বেদনায়,
কিশোরীর চোখ আজ স্বপ্নহীন
ওখানে কেবল আতংক বাস করে আজকাল;
ভাষাহীন,নীরব বেদনায় মুহ্যমান, বটবৃক্ষ গ্রাস করে আশ্রিতে।
কি প্রচণ্ড গ্লাণিতে মুক্তি খুঁজি,
ম্লাণ যতসব চাঁদের প্রহর,
আর তুমি কেবলই জোয়ারভাটায়।
কল্পনায় সমুদ্র আঁকি,
সমুদ্র উপহার দেই প্রতিটি চোখে,
অসুরের প্রলয়নৃত্য ধ্বংস হোক।
ফুলের সাথে হাসিতে মুখর হোক ফুলেরা,
সব ফুল ঝরে গেলে কে যাবে নিয়ে বয়ে জীবনের নির্যাস?
সমুদ্র তুমি হাত বাড়িয়ে দাও
তোমার বিশালতায় ঢেকে দাও কলুষিত জঞ্জাল।
প্রতিটি ইঞ্চি ভূমি হোক পবিত্র,প্রতিটি ইঞ্চি ভূমি হোক নিরাপদ।
আমাদের ফুলেরা থাকুক নিরাপদ আর বিশ্বাসে,
অকালে যায় না ঝরে যেন কুসুমকলি,
বিশ্বাস ধরে রাখি,জেগে থাকি নির্ঘুম প্রকৃতির মতো,
জেগে উঠুক প্রতিটি হৃদয় বিবেকের আলো জ্বালাতে,
ছড়াতে আলো বিবেকহীনে।
আমরা একত্রিত হয়ে চলো না পৃথিবীটা মেরামত করি!
৯/৭/১৯