আবার হবে কথা
--
প্রিয় আঙ্গিনার প্রিয় ফুল
যদি বেঁচে থাকি আবার হবে দেখা।
তুমি থাকো প্রহরী হয়ে, সুবাস ছড়িয়ে
অতন্দ্র থাকো,
আমি হই অন্তরীণ,
ভেতরটা চৌচির চৈত্রের খরার মত।
যদি বেঁচে থাকি
আবার কথা হবে, আবার তোমার সঙ্গে
মুগ্ধ আমি কাটাব প্রহর।
বিধিলিপি এই ছিল,
সঙ্কুচিত হয় বিস্তারের যাত্রা,
চোখের জলে আমি দেখি
অসংখ্য অজানা দূত
হাতছানি দেয় থাবা বাড়িয়ে।
আমি পালিয়ে বেড়াই,
আমি জীবনকে খুঁজে বেড়াই,
অত্যন্ত ক্ষুদ্র একটি জীবনকে
কিছুটা সময় দিতে আমি পালিয়ে বেড়াই।
প্রিয় বেলী ফুল, তুমি থাকো
ঝরে যেওনা, না হয় একসাথেই ঝরে যাব,
যদি বেঁচে থাকি তো আবার হবে দেখা
আবার বলব কথা, একান্তে, তোমারই সাথে।
০৪/০৪/২১