আম
--
বৃষ্টি ঝরে ফোঁটা ফোঁটা
পড়ে ঝরে আমের গোটা।
কচি আমের গন্ধ খাসা,
খেলে মিটে মনের আশা।
ঝড়ের বেলা আম ঝরে,
কুড়াই আম আঁচল ভরে।
কাঁচা আম কুঁচিকুঁচি,
মুখে আসে বেশ রুচি।
পড়লে গরম আম পাকে,
গাছের আম গাছে থাকে।
গাছটা বেয়ে তরতর
পেড়ে আম মুঠি ভর।
পাতে মেখে আমের রস,
করে আমের নাম-যশ।
হরেক নামের আম আছে,
শক্তি আছে আমের কাছে।
লাগিয়ে গাছ মনের সুখে,
আমটি খেয়ে তৃপ্তি বুকে।
০৬/০৫/২০