ভুবন জোড়া একটি নাম
একটি অক্ষর, বহু তার দাম
কোন মূল্য যায় না পাওয়া তারে ।
যে যতদিন বেশী পেয়েছে,
তার মাকে কাছে ।
দুনিয়ার ধনী সে, সেই ধনবান
ভুবন জোড়া একটি নাম ।
মায়ের আদর বুঝবে কে
যার মা নাই এই ধরাতে,
সেতো কাঙ্গাল, বড়ই কাঙ্গাল ।
স্বার্থহীন মা একটি অক্ষর
ভুবন জোড়া হাসি তার একটু খুশি ।
স্রষ্টার আরশ কেপে উঠে
মা কষ্ট পেয়ে যদি উহু করে কিছু বলে ।
থাকতে জীবন কর তারে সম্মান
পাবে তার প্রতিদান স্রষ্টার কাছে ।
হারালে মাকে তার, কাঁদবে জীবন ভর
পাবে না কভু তার সম আর, “মা” ।
একটা দেশ সবাই তাকে “মা-ই” ডাকে
সে কত উদার, চিন্তা কর হাজার বার
পাবে না খুঁজে তার ত্যাগের সম আর
পৃথিবী জুড়ে একটি নাম
একটি অক্ষর সীমাহীন তার দাম ।।