তোমার এই শ্রেষ্ঠ দিনে
কি দিব উপহার
কি দিয়ে সাজাব তোমায়
সাত রং রংধনু নয় তো
শশীর হাসি তোমার
অধরে কপোলে চিবুকে
স্থাপনে কেমন লাগে মাকে ।
আকাশের ঝিকি মিকি
তারাদের জ্বলা নিভা
মালা গেঁথে পরাই
তোমার খোঁপায় ।
তোমার ঋণ শোধরাবার নয়
ভালবাসার অর্ঘ্য দিয়ে সাজাই,
কল্পনায় দেখি তোমার হাসি ।
পৃথিবীতে আলোর মুখ দেখিয়েছ যেদিন
তাই তো ইচ্ছা করে তোমায় সাজাই
একটু সেই হাসি মুখ
দেখার অভিপ্রায় ।
তোমার রক্ত বিন্দুতে গড়া
আমার অস্তিত্ব, সত্ত্বা ।
তোমার লাবণ্য নেই আজ
তবু মনে হয় মা আমার
আমার কাছে শ্রেষ্ঠ সুন্দরী
তোমার জ্যোতিতে আমি
পৃথিবীর জ্যোতিষ্ক আজ ।
তোমায় ধরে রাখা যাবে না
জাগতিক নিয়মে আগে পরে
সবাই তো দেহ ত্যাগ করে চলে যায়
এখনো চায় মন আমার
শিশু হয়ে তোমার কোলে ঘুমাই ।।