সেবা হল সবার আগে
জনম সবার সেবার তরে
কজন পারে সেবা দিতে
হাতে গোনা হিসাব করা ।
কারো মোহর মামার গড়া
কেউ বা ভ্রাতা কেউ বা পিতা
কেউ বা মাতা কেউ বা স্বামীর
সবার কর্ণ সুতায় গাঁথা
লাটাই নিয়ে ছাড়ছে সুতা
অন্য রকম আসছে তেড়ে
সুদখোরেরা দেশটি গড়ে
আঘাত হানছে দৈন্যর দ্বারে
কুঁড়ায় অর্থ মুঠি ভরে ।
নির্বাহীদের চেয়ারে
বসে আছে ঘুষখোরেরা
গুনছে কড়ি দিনে রাতে
ফাইলের ফিতে তাদের হাতে
খুলতে ফিতা অনেক রকম মন্ত্র লাগে
মন্ত্র পাঠে সময় লাগে
ধ্যানে বসছে মন্ত্রণালয়ের মন্ত্রীরা
সঙ্গে থাকে সচিবেরা
চালায় কলম অসির মতন
কাটছে গলা কাটছে কর্ণ
নাসিকা তার আছে ভাল ।
বুদ্ধি যাদের পেটে ভরা
গুণী ব্যক্তি সবার সেরা
বেঁচে বুদ্ধি দিনে রাতে
অর্থ উপায় এমনি করে।
দেশটা গেল সাগর তলে
ডুবুরীরা কোথায় এখন
সাঁতার তারা শিখতে গেছে
আসবে কবে তা জানিনা
রশি বেঁধে আনবে তীরে
তাইতো আমরা সাগর পাড়ে
তাকিয়ে আছি উন্মুখ হয়ে।।