ও পাগল মন
একদিন তোর হইবেরে মরণ
ভুলের সাথে পাল্লা দিয়া
চললি আজনম
ও পাগল মন...............।

পরের জমিন চাষে নিলি
কর ছাড়া ফসল খেলি
হইয়া অচেতন
পাগল মন
ও পাগল মন
একদিন তোর হইবেরে মরণ ......।

ভেবে তুমি দেখনি একবার
দেহ ঘড়ি চলে
কত চমৎকার............
নিরলে গড়েন যিনি
থাকেন কোথায় কখন তিনি
চেষ্টা কর ধরতে তারে
হইয়া একাকার ।

ধরায় তুমি আসার আগে
কোথায় ছিলে
এখন কেন ভুলে গেলে
সূত্র তাহার ভুলে গেলে
ভুলের মাশুল দিতে
পারবি নারে আর।

আজরাইল যখন হানা দিবে
হাজার বার কেঁদে কেটে
সময় কিন্তু
পাবি নাতো আর......

পাগল মন
একদিন তোর হইবেরে মরণ,
ভুলের সাথে পাল্লা দিয়ে
চলিস নারে আর।

পাগল মন
একদিন তোর হইবেরে মরণ
ভুলের সাথে পাল্লা দিয়া
চললি আমরণ
ও পাগল মন
একদিন তোর হইবেরে মরণ।