ভালবাসা ভাল নয়
ভালবাসা যদি হয়
মরেছো ।
ভালবাসা বিনিময়
যদি কভু নাহি হয়
সেতো পরাজয়
জেনে নিও।
ধুকে ধুকে কারো তরে
কেঁদেছ?
তা হলে মরেছো ।
মরেছি, ভালবেসেছি
ভালবেসে মোরে যাব
এ কথাই জেনেছি
মরেছি।
তোমাকে ও মেরেছি
আমিও মরেছি
ভা ল বে সে ছি ।