এসো না গল্প করি চাঁদনী রাতে জ্যোৎস্না মেখে
শুধাবো তোমায় প্রানের কথা আবেগ ভরে
কেমনে ভালবেসেছি তোমায়,
তুমি ও তেমনি করে ভালবাসলে আমায়
এসো না গল্প করি চাঁদনী রাতে জ্যোৎস্না মেখে
শুধাবো তোমায় প্রানের কথা আবেগ ভরে ।
যখনি আমি তাকিয়ে থাকব, নয়নে নয়ন রেখে
জ্যোৎস্নায় আলো আধারীতে, তোমার লাজরাঙ্গা কপোল
আবির রঙ্গে রাঙিয়ে ঠোটের কাঁপন জাগিয়ে তুলবে
আবেশে তুলবে শিহরন তনুমনে
এসো না সেই গল্প করি, এসো না গল্প করি
এসো না গল্প করি হাতে হাত রেখে।
তুমি কি গাইবে নাকি, আবেগ ভরা সুরে
সুরবিহীন গাইব আমি, নাকি নেচে নেচে
সোহাগে ভরে তুলবো তোমায় চিবুক ধরে
আদর করে বলব আমি কেমনে ভালবেসেছি
সেই পুরানো গল্প নতুন করে
আমার ভালবাসার গভীরতা কেমন, কেমন বিশালতা
কতটা নির্ভরতায় ভালবেসেছি তোমায়
তুমি কি তেমনি করে ভালবাস আমায়
এসো না গল্প করি, এসো না গল্প করি, এসো না গল্প করি।
অনুরাগের ছায়া ফেলে নিশি জাগি, নিশি জাগি
নিঝুম নিশুথি রাত, তন্দ্রাহারা তুমি আমি
আকাশে তারারা হাসে মিটিমিটি
কখন বা উড়ে যায় বলাকা
হয়তো বা তারাও আমার মত গল্প শোনায়
প্রিয়ার মুখে মুখ রেখে
নয়তো বা নৃত্য করে গান শোনায় আবেগ ভরে
এসো না, এসো না, এসো না গল্প করি
চাঁদনী রাতে জ্যোৎস্না মেখে,
শুধাবো তোমায় প্রানের কথা আবেগ ভরে
এসো না বসি মুখোমুখি।
তন্দ্রা যখন সোহাগ ভরে ছুঁয়ে যাবে তোমায়
তুমি তখন আমার বুকের মাঝে মুখ লুকিয়ে
থাকবে একাত্মতায়, থাকবে নির্ভরতায়
আমি তোমার মুখের পানে চেয়ে কাটিয়ে দিব
কাকলি কুজনের আগামি সকাল অবধি
করের আভায় সচল হবে আবারও
পৃথিবী যখন উঠবে জেগে
এসো না গল্প করি চাঁদনী রাতে জ্যোৎস্না মেখে
শুধাব তোমায় প্রানের কথা আবেগ ভরে।