স্মৃতির পাতায় তুমি আবুল হোসেন ।
বুলবো আমি কি করে তোমায়।
তুমি ছিলে সদা মিষ্টিভাষী ।
তোমার ছিল না কোনো বাছবিচার।
সাদা মনের সাদা হৃদয়ের ক্ষণজন্মা ।
দুঃখ ভরা মন আমার ।
তুমি হবে চির অম্লান।
আল্লাহ তোমায় করবে জান্নাতবাসি।
সেই দোয়া আল্লাহর কাছে রাখি।
বন্ধু বল ভাই বল,
ভুলব না কখনো আমি ।
হৃদয় পড়লে ক্ষতচিহ্ন ,
সেই কষ্ট ভুলবো কি করে ।
মহামারী তে মরলে,
যদি শহীদের মর্যাদা ।
সব যদি ঠিক থাকে ,
তাহলে তুমি হবে জান্নাত বাসী।
তুমি চলে গেলে আজ কাল যাব আমি
এইতো দুনিয়ার রীতি ।
একদিন দুইদিন করে যাবে বেলা ।
যাহারা যখন সময় শেষ
সে যাবে চলে আপন নীড়ে ।
শুধু কিছু সময় কয়েকটা দিন
এক দুই বছর এই এই শুধু পার্থক্য ।
অবশেষে করি মোনাজাত হে মহান সৃষ্টিকর্তা ।
তুমি তাকে দিয়েছো তুমি তাকে নিয়েছো ।
যেখানে রাখবে তুমি অনন্তকাল ।
তুমি দিও তাকে শান্তির পরশ।
করো ক্ষমা বর্ষিত কর রহমতে চাদর।