হলদে পাখি হলদে পাখি
ওখানে করেছিস কি ? ।
জান্নাত সোনা ভাত খাচ্ছে না
তা তুই দেখিস নি ? ।
শালিক পাখি বলেছে ভাত খেলে
দেবে হিরা মতির মালা ।
বলেছে সোনা মনি
খাও তুমি চুপটি করে ।
হলদে পাখি তুই ভাবছিস কি
তা আমি বুঝিনি ।
ছলচাতুরি ভরা মনটা তোমার ।
তা জানিনা আমি ।
হলদে পাখি হলদে পাখি।
দোহাই তোর একটু আদর দিয়ে
কিছু একটা বলিস না তুই ।
যতই ছিল তোমার আড়ি ।
হলদে পাখি সেজেছ তুমি
অপরুপ নববধূর সাজে ।
সারাটা শরীর হলুদের মাখা ।
ঠোঁটে পরেছো গোলাপি লিপষ্টিক
মাথাটা তোমার কালো ।
দেখতে লাগে কত ভালো ।
তুমি রূপবতী পাখিদের সেরা
করি তোমার কত গোন কৃতি।
কি হয়েছে জান্নাত সোনার
ভাত খাবে না ?। ও
সে কি বায়না ধরেছে ।
ময়র পঙক্ষী এনে দিবো
চাঁদের দেশ থেকে তুমায় ।
দুষ্টুমি আর না করে ।
ভাত খায়ও তুমি হেসে হেসে ।