ভালো মন্দ দুটিই জটিল বিষয় ।
এরা দুই জনি আলদা, দুই পক্ষই ভিন্ন জগতের বসবাস।
সকল বিষয়ে ভিন্নতা রয়েছে এই দুইয়ের। আপনি কোন প্রথে হাঁটবেন,
সেই বিষয়ে কেউ আপনাকে চাপিয়ে দিতে পারবেনা কখনো না সম্ভাবনা ।
বিশ্বাস ভালোবাসা একি জিনিস,
কিন্তু দুটি হারালে আর ফিরে পাওয়া যায় না সহজে ।
আপনি এক সময় এতবেশী আসক্ত ছিলেন একজনের জন্য বিশেষ কেউ বা আপনজন ।
কোনো দিকে তাকানোর, কিছু চিন্তা ভাবনা সময় টুকু ছিলো না আপনার। যদি কেউ কিছু তার বিরুদ্ধে বলতো মনে হতো সে আপনারা একবারে চরম শত্রু তাইনা ভাই ।
যখন বুঝতে শিখলেন তার সম্পর্কে তখন আপনি অনেক গভীরে গর্রতে মধ্যে গিয়ে পৌঁছেন। যখন আপনার সব কিছু যায় যায় অবস্থা সব শেষ হওয়ার পথে ।
কঠিন এক সময় বুঝতে পারলেন ভালোলাগাটা ছিলো একতরফা মানে শুধু আপনার মধ্যে অন্য পক্ষ থেকে কখনো নয় ।
ঠিক সেই সময় আপনার মান অভিমানের সাগরে ডুবু ডুবুু অবস্থা তাই না ?
তখনই যদি পালটাতে পারেন তহলে সফল নিশ্চিত ।
জানি এত দিনের অভ্যাস চলাফেরা আচার-আচরণ ভালো মন্দ কত রকমের গঠনা বিন্যাসের ভরপুর ছিলো আপনাদের মধুর জীবন ।
আপনি কিন্ত অনুশোচনা ভুগছেন, এই জীবনে কি করলাম ভাবতে, ভাবতে জীবন শেষ পর্যায়ে এসে পড়েছে ।
ভালোলাগার বিষয় খনস্তায়ি আজ আছে তো কাল নেই, এই সামান্য জীবনে ।
হ্যাঁ আপনি বদলাতে পারবেন ।
আপনাকে বলছি
অবশ্য পারবেন যদি ইচ্ছে শক্তি মনে জুড়ে থাকে প্রবল।
আমরা সকলে জানি।
একমাত্র মানুষ দুই হাত দুয়ে খাবার খেয়ে থাকে,অন্য কোন প্রাণি সেটা করে না।
সৃষ্টি কর্তা সেই জ্ঞেন তাদের কাছে পৌঁছাই নেই আজও এখন পর্যন্ত ।
তাহলে আপনিই কেন নয় ?
আপনি চেষ্টা করে দেখতে পারেন ।
সফলতা শুধু কিছু সময় , অল্প খন পর ।
ইনশাআল্লাহ ।
কোন ভাবে মানসিক ভাবে ভেঙ্গে বিচলিত হবেন না, ভারসাম হারাবেন না, নেশা গস্ত হয়ে পড়বেন না, আত্মহত্যা পথেও হাঁটবেন না ।
সময় আজ তার জন্য ।
আবার আগামীকাল আপনার জন্য তা অপেক্ষা করছে ।
সময় দূত বদলায় ।