সকালে উঠে রবি
হেসে  হেসে ,
সোনামণি ফুকলা
দাঁতে যেন হাসে ।

ভোরের  হাওয়া  
প্রাণ জুড়িয়ে  যায়
নতুন নতুন স্বপ্ন গেতে
দিন কেটে যায় ।