নিরব -নিঃস্তব্দ শব্দ হীন সময়,
নেই কোন কোলাহল ।
প্রকৃতির এ বেড়াজাল,
ছিন্ন হবে কবে ?।
নিরবে- নিভৃতে কাটছে সময়,
চার দিকে লাগে অন্ধকারচ্ছন ।
কখন কি হবে কার ?
ভাবনার যে শেষ নেই ।
কবে পাব সেই দিন ?
যেদিন থাকবে না,
চলতে নেই কোন বাধাঁ ।
নিতে পারবো বাঁধাহীন নিশ্বাস।
কবে পাব বসন্তের, ভোরের ফোটা ফুলের শুভাস।
শরৎতের কাশফুলের, নরম ছোঁয়ার পরশ।
শ্রাবন'এর ঝিরিঝিরি বৃষ্টির নির্যাসের ।
একটু হিমেল হাওয়ার পরশ ।
হে বিধাতা, আমাদের দয়া করো ।
চলতে পারি মনের আনন্দে ।
হাসিখুশি ভরে যাক সবার জীবন ,
শেষ হোক ক্লান্তিকালের অবসান।