ট্রেন চলেছে ট্রেন চলেছে, কু ঝিক ঝিক করে।
দাঁড়ানোর তার সময়  নেই   চলছে তো চলছে ।
হেলেদুলে চলে ট্রেন, লাগে  বড় ভালো ।
ট্রেনের ধুলায়  ঘুম এসে যায় হৃদয় হয় প্রফুল্ল  ।

বন্ধু-বান্ধবের সাথে উঠলে ট্রেনে গল্প-আড্ডা দিয়ে।
বাদাম-চানাচুর খেয়ে ,সময়টা যায় কখন ফুরিয়ে ।  
চোখ মিললে দেখা যায়, ঘুরছে গ্রাম ঘুরছে দেশ ।
কিসের নেশায় ছুটছে ট্রেন এই প্রান্তর থেকে সেই প্রান্তরে ।

ট্রেনের কামরায়  দেখা যায়, কত লোকের মেলা।
কেউ কাউকে চিনে না ভাই, তবুও হয় অনেক কথা।
মাঝে-মধ্যে টি-টি আসে, দেখাও তোমার  টিকেট ।  
জেল-জরিমানা হবে তোমার,  টিকেট না কাটিলে ।

চাওয়ালা বলে চা-গরম, পানি-ওয়ালা বলে পানি ।
যাহার যেটা প্রয়োজন সেটা নেই তাড়া-তাড়ি ।
পাহাড় নদী পার হয়ে,  দেশ হতে দেশান্তরে ।
বারো নদী তেরো ঘাট বয়ে, ট্রেন চলেছে আপন নীড়ে ।