তোমাকে নিয়ে কত কবিতা ছড়া গদ্য লেখা হয়,
তুমি কি কখনো পড়েছো ?
চাঁদ তোমাকে নিয়ে কত গান গাওয়া হয়,
তা তুমি কি শুনতে পাও ?
চাঁদের নাকি বুড়ী থাকে ?
সে নাকি চরকায় সুতা কাটে ?
তুমি কখনো সেই কথা মানো ?
তোমাকে জোসনা, কেহ চানঁ চন্দনী বলেও ডাকে,।
তোমার নাম নিয়ে এতো রহস্য খেলা । কেন ?
তুমি কি একটু রাগ করো না ?
কেউ বলে চাঁদের কলঙ্ক আছে ।
তাহার উত্তর কি জানা আছে তোমার ?।
চাঁদ তোমার ভিতরে কালো- কালো দাগ আছে ।
তুমি যতই আলো দাও,
সূর্যের দেওয়ার দান ।
তোমার কাছে পাহাড়, ছায়া দেখা যায়।
বৃক্ষ বায়ু পানি নেই কেন ?
কিসের ভয়ে ?
সেই কথা কি আমায় বলবে তুমি।
কেউ আবার চাঁদ নিয়ে গবেষণা করেছে,
আজ আমাবস্যা কাল পূর্ণিমা,
সেই খবর কি কিছু বলতে পারো ?
ছোট ,বুড়ো ,খোকা সবাই বলে তুমি নাকি মামা।
সে কথা কি তুমি জানো ?।
তোমাকে নিয়ে কত গবেষণা কত আলোচনা থামাতে পারেনা।
কেউ আবার চাঁদের দেশে যাবে !
ঘর বানাতে স্বপ্ন দেখে দিবারাতে!
রাতের আধারে পথ দেখাও তুমি।
খুশীর খবর এনে দাও ঈদের চাঁদে।
অন্ধকারে পথ দেখাও তুমি।
চাঁদনী রাতে রাখাল বাঁশি বাজায় মধুর সুর তুলে।
নদীর ঘাটে জ্যোৎস্নারাতে,
জলের উপর আলোয়, নতুন প্রেমের স্বপ্ন দেখাও তুমি।
ভালোবাসার রঙ্গিন সুতা বুনতে শেখাও।
চাঁদ মামা তোমায় লাল টিপ পড়িয়ে
দিবে খুকী তার নিজের হাতে।