প্রেমের বাজারে
আমি ছিলাম সওদাগর ।
যে-হাটে হত বেচাকেনা,
সওদা করলাম প্রেমের মালা ।
যখন তোমায় বাসলাম ভালো
তুমি হলে পর ।
তুমি ছিলে হৃদয়হীনা
তোমার কাছে ভালোবাসার
দাম ছিলোন ।
বুঝলেনা রেখা আমাকে ।
থাকবে তুমি অন্য গৃহে ,
আমার হৃদয়টা ভেঙে চুরে ।
থাকো তুমি পরের হয়ে
সুখ শান্তি নিয়ে ।
থাকবো আমি চিরকাল
বুক ভরা ব্যথা নিয়ে ।