আল্লাহ, আল্লাহ বলে ডাকবো আমি ।
নেই কোনো মনে বাঁধা ।
আল্লাহর প্রেমে গরবো জীবন ।
সেই মোদের আকাংক্ষা ।
শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা ।
নূর মোহাম্মদ সাল্লাল্লাহ, নূর মোহাম্মদ সাল্লাল্লাহ ।
আল্লাহ প্রেমে চলবো মোরা ।
আল্লাহ তোমায় দেখিনি আমি ।
শুনেছি তোমার পবিত্র বাণী ।
কালেমার দাওয়াত যিনি দিলেন ।
তুমি হলে নবীদের শ্রেষ্ঠ নবী ।
রাসূলদের মাঝে শ্রেষ্ঠ রাসুল ।
নূর মোহাম্মদ সাল্লাল্লাহ, নূর মোহাম্মদ সাল্লাল্লাহ ।
আল্লাহ, আল্লাহ ডাকবো আমি ।
নেই কোনো মনে বাঁধা ।
বিশ্বনবী তোমায় জানাই সালাম ।
আখিরাতে পাই তোমার সাফায়াত ।