সাত পুরুষের মাঝি আমি,
ছাড়লাম আমি নাই ।
পাল তুলে যাব আমি
ঐ দূর গাঁয়।
সখীরা সব বসে আছে ,
সুরমা নদীর ঘাটে ।
কখন আসবে সখা আমার ,
সেই অপেক্ষাতে।
নয়ন মাঝি ভাবে মনে
ঐ দেখা যায় গাঁয় ।
দেখব আমি পরান জুড়ে
সখী তোমায়।
ঐ দেখা যায় পাল তোলা নাই।
সখী বলে দেখব আমি
সখা কে নয়ন জুড়ায়ে ।
পালে হাওয়া নাই চলে যায়।
অপেক্ষা শেষ হয়না মাঝির ।
কখন যাব সেই গাঁয়।
অবশেষে আসলো নাই ঘাটে ।
নাই দেখে সখী মুচকি হেসে ,
লজ্জায় মুখ ঘোমটায় লুকায় ।