শ্রাবণের কোন এক সকাল বেলা।
ঝরঝর ধারা চলছে অঝর সাথে মেঘ-পাহাড়ের লুকোচুরি খেলা ।
হঠাৎ ! হেসে উঠে রবি,এঁকে দেয় মনে রাঙ্গা ছবি ।
দোয়েল শ্যামা বসে গাছের ডালে করছে খেলা।
খাইছে ফুলের মৌ গাইছে গান।
করছে তারা  মান অভিমান।
প্রকৃতির সাথে সবুজ মিতালী আহা কি যে মাখামাখি।
ছন্নছাড়া জীবন তাদের,
ফেরএই গাছ হতে অন্য  গাছে।
হঠাৎ পড়ন্ত বেলায়, ফিরতে হবে বাড়ি ।
থাকতে হবে অন্যের আঙ্গিনায় ।
গোধূলি  বেলায়  বাসায় ফিরে,
করে কিচিরমিচির  
মা পাখি, মায়ার পরশে,
শুনায়  তাদের ঘুম পাড়ানোর গান ।