মনটা তোমার ফুলের মত
সুভাষ আমরা পাই ।
বুকটা তোমার দয়া ভরা
দেখলেই শান্তি পায়ই।
তুমি যাকে বুকে নিতে চাও
সে ভাবে তুমি পর ।
খেলার ছলে বন্ধু হলে
তখন সে হয় আপন।
মিষ্টিভাষী তুমি ভাই,
কথাগুলো বেশ ভালো লাগে।
যতই আসুক বাধা বিপত্তি
করো তার জয়।
মনের মঝে কষ্ট নিয়ে
চল সদা হাসি মুখে ।
বুঝলোনা কেউ তোমার দুঃখ ।
তাতে কি আসে ।
আল্লাহ আছে তোমার সাথে,
সেই তো বড়ো পাওয়া ।
ভালোবাসা বিলিয়ে দাও
তুমি সবার মনের গহীনে।